সিলেটে ভাড়ায় জেলখাটা ব্যক্তির বিরুদ্ধে প্রতারনার মামলা
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশ সিলেটে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর পরিবর্তে সাজাভোগ করা রিপন আহমেদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে।
রোববার রিপন আহমেদ নামের ঐ ব্যক্তির মুক্তির আদেশ এবং তিনিসহ সংশ্লিষ্ট আরো তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করার নির্দেশ দেয় সিলেটের একটি আদালত। রিপন আহমেদ এক বছরেরও বেশি সময় এক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামীর পরিচয়ে কারাভোগ করে আসছিলেন।
রিপন আহমেদ বিদেশ যাওয়ার প্রলোভন এবং অর্থের বিনিময়ে সাজা ভোগ করার এই অভিনব প্রস্তাবে সম্মত হয়েছিলেন বলে কারাগার সূত্রে জানা যায়। তিনি প্রায় ১৪ মাস কারাভোগের পর বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানান। আদালত বিষয়টি তদন্ত করার নির্দেশ দিলে তদন্ত প্রতিবেদনে প্রতারণার এই বিষয়টি উঠে আসে।
মুক্তির আদেশ দেয়া হলেও আদালতের নির্দেশ অনুযায়ী প্রতারণার অভিযোগে রিপন আহমেদ, দুজন আইনজীবী এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একজন দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ২০০৯ সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। রিপন আহমেদ নিজেকে ইকবাল হোসেন পরিচয় দিয়ে ২০১৫ সাল থেকে সাজা ভোগ করা শুরু করেন।
দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেনের সহযোগীরা রিপন আহমেদকে দ্রুত বের করে আনা হবে এবং তাকে বিনা খরচে সৌদি আরব পাঠিয়ে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। রিপন আহমেদকে দফায় দফায় নগদ অর্থও দেয়া হয়। আর দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন বর্তমানে সৌদি আরবে আছেন।