ট্রাম্পের বিরুদ্ধে তসলিমা নাসরিনের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন৷ তিনি শনিবার ট্রাম্পকে একের পর এক টুইট করে আক্রমণ করেন৷ নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের অভিযোগ ট্রাম্পও তাঁর পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না৷

Trump wont b abl 2do anythng agnst radical Islamic terorism.He only can bomb Muslim countrs more brutal way thn Bush&kill more ppl,tht’s all

এদিন একটি টুইট করে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না৷ খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন৷ এতে  আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে৷’

Trump will create more radical Islamic terrorists rather than eradicating terrorism. He is just like an old time crusader.

wanna eradicate islamic terorism? seculrize muslim states&societies,abolish sharia laws,bring women’s equality,don’t brainwash ppl wth islam

এদিকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ার করে দিয়েছেন৷ যারা পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের ছেড়ে দেওয়া হবে না৷আর  ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে৷ ট্রাম্প এ কাজ করে দেখাবেন বলেও আশ্বাস দিয়েছেন৷ খবরঃ সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published.