সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএসের ৫ বছর কারাদণ্ডাদেশ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আদালত সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে । আজ এই আদেশ দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান।
Omar Faruq
সেই সাথে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো দুই বছর ছয় মাস কারাদণ্ড দেয়া হয়েছে। মোহাম্মদপুরে তার একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সম্পদদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের পক্ষ থেকে মামলাটি করা হয়। তারপর দুদক তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Leave a Reply

Your email address will not be published.