ছেলেকে বাঘের মুখ থেকে ফেরাল বাবা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সুন্দরবনের কলসদ্বীপের পাশে ঠাকুরান ও বিদ্যাধরীর সংযোগস্থলে ডিঙি নৌকায় করে কাঁকড়া শিকার করার জন্য গিয়েছিল তরুণ বদ্রু মল্লিক নামের এক যুবক। বদ্রুর সঙ্গীরা চরে নেমে কাঁকড়া ধরছিলেন। এ সময়ে বাটার টানে পানির তল অনেক নিচে নেমে যাচ্ছিল। হঠাৎ করে জঙ্গল থেকে এসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বদ্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে । কিছু বুঝে ওঠার আগেই প্রকাণ্ড বাঘটি পেছন থেকে বদ্রুর কাঁধে ক্রমাগত থাবা বসাতে থাকে।
বাঘটি বদ্রুর ঘাড়ে কামর বসিয়ে তাকে নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আর বদ্রু চেষ্টা চালাচ্ছে বাঘের থাবা থেকে বাঁচতে। হঠাৎ বাঘের গর্জনে চমকে উঠেন বদ্রুর সঙ্গীরা। ততক্ষণে কেটে গেছে প্রায় ২০ মিনিট। ক্রমাগত বাঘের থাবায় ক্ষতবিক্ষত বদ্রু লড়তে লড়তে নিস্তেজ হয়ে পড়েছে। বদ্রুর বাবা সুবলও কাঁকড়া ধরার দলে ছিলেন। ছেলেকে বাঘে ধরেছে দেখে আর স্থির থাকতে পারেননি তিনি।
বদ্রুর বাবাসহ ৬ জন নৌকায় থাকা লাঠি নিয়ে পাল্টা বাঘের দিকে ছুটে যায়। সুন্দরবনের গভীর অরণ্যে তখন বদ্রুকে মুখে নিয়ে দৌড়চ্ছে বাঘ। হাতে লাঠি নিয়ে পিছু পিছু ছুটছে ওরা ৬ জন। একসময় বাঘকে আয়ত্তে পেয়ে লাঠি, লোহার শিক, রড দিয়ে ক্রমাগত আক্রমণ করতে থাকে মৎস্যজীবীদের দল। এভাবে কয়েক মিনিট চলার পর বাঘ শিকার বদ্রুকে ছেড়ে জঙ্গলে মিলিয়ে যায়।
প্রায় ৫ ঘণ্টা পর রাতে জখম বদ্রুকে পাথরপ্রতিমা হাসপাতালে আনা হয়। বদ্রুর মাথায় ও কাঁধে বাঘের নখের গভীর ক্ষত। বদ্রু তখন ব্যথায় কাত্রাচ্ছিলেন।শুক্রবার রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। খবরঃআজকাল