ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যপক সংঘর্ষ, গুলাগুলি

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যপক সংঘর্ষ ও গোলাগুলির হয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মামুন (২২) ও রাসেল (২৫) নামে দুই জনকে ।
উল্লেখয় দুই মাস আগে নূর আলম ভূঁইয়া রাজুকে আহ্বায়ক করে ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার ১২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে যুগ্ন আহবায়কের সংখ্যা ৩৬ জন। আর যুগ্ম-আহ্বায়কদের মধ্যে সৃষ্টি হয় দুইটি গ্রুপের। এদের একটি গ্রুপ এই কমিটিতে পদবঞ্চিতদের সাথে মিলে তাদেরকে কমিটিতে পদ দেওয়ার দাবী করে। আর এ বিষয়টি নিয়ে গত দুই মাস ধরে ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
Dhaka college
আজ শনিবার বিকালে ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজুর নেতৃত্বে উত্তর ছাত্রাবাসে একটি সভা হয়। এ সভায় বঞ্চিত নেতা-কর্মীদের বিষয়টি নিয়ে যুগ্ম-আহ্বায়কদের দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ও এক পর্যায়ে তা ব্যপক সংঘর্ষে রূপ নেয়। এ সময় চাত্রাবাসের সামনে মাঠের দুই প্রান্ত থেকে ফাকাগুলি বিনিময় হয়। উত্তর ছাত্রাবাসের সামনে রাখা ৭টি মটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, এসময় নর্থ হলের মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফাঁকা গুলি ছোড়ে। একটি গ্রুপ নর্থ হলের সামনে রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঢাকা কলেজে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ উত্তর ছাত্রাবাস, দক্ষিন ছাত্রাবাস ও ডিগ্রী ছাত্রাবাসে তল্লাশী চালায়। এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষনে ৭টি মোটরসাইকেল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *