ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো অনেক দেশে সদ্য ক্ষমতা গ্রহণকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী অধিকার সংগঠনগুলো বিক্ষোবে অংশ নিচ্ছে। ওয়াশিংটনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে জড়ো হতে শুরু করেছে সেখানকার নারী অধিকার কর্মীরা।
বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যায় বাস ও ট্রেন ভর্তি করে নারী অধিকার কর্মীরা ওয়াশিংটনে আসছেন। সেখানকার পত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় সমাবেশে লোক সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে। এ বিক্ষোভ ডাকা হয়েছে নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘পুরুষতান্ত্রিক আচরণের’ প্রতিবাদ জানাতে। আমেরিকার মেয়েরা মনে করছেন ট্রাম্প সরকারের সময় তাদের অধিকার খর্ব হতে পারে।
অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড এবং জাপানেও ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিনে তার বিরোধীরা বিক্ষোভ করেছেন। সারাবিশ্বে প্রায় ছয় শতর মত বিক্ষোভ হয়েছে বা এখনো হচ্ছে। ট্রাম্প বিরোধীরা লন্ডনে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করেন। ট্রাফালগার স্কোয়ারে একটি বিশাল সমাবেশ হয়। লেবার পার্টি নেতা ইভেট কুপার এবং লন্ডনের মেয়র সাদিক খানও এ সমাবেশে যোগ দেন।