এক ঘন্টায় চারটি শক্তিশালী ভূমিকম্পের কারনে সৃষ্ট তুষার ঝড়ে বহু হতাহত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
এক ঘন্টায় ৪টি ভুমিকম্প আঘাত আনার কারনে সৃষ্ট তুষারধ্বসে একটি হোটেল চাপা পড়ে বহু মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করছে ইটালীর স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ইটালীর রিগোপিয়ানো নামে একটি হোটেলে।
ইটালির পেসকারা প্রদেশের গ্রান সাসো পর্বতের পাদদেশে অবস্থিত হোটেলটি স্কিয়িংয়ের জন্য বিখ্যাত। উদ্ধারকারীরা বলছে, দুর্যোগের সময় অন্তত ৩০ জন হোটেলে অবস্থান করছিলো। তুষার চাপায় হোটেলের ছাদ ধ্বসে পড়েছে। এছাড়া তুষারের কারণে যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। তুষারধসটি হোটেলটিকে সরাসরি ধাক্কা মেরেছে। যার ফলে সেটি নিজের অবস্থান থেকে ১০ মিটার দূরে সরে যায়।
উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেছেন হোটেলের ভেতরেই অনেকে নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। বুধবার ইটালীতে এক ঘন্টায় চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আর তার প্রভাবেই এই তুষারধ্বসের ঘটনা ঘটেছে বলে বলছে কর্তৃপক্ষ। উৎসস্থল ছিল অ্যামট্রিস শহর থেকে কয়েক মাইল দূরের একটি জায়গা। মনে করা হচ্ছে, ভূমিকম্পটির কারণেই এদিনের তুষারধস। কারণ ভূমিকম্পের উৎসস্থল হোটেলটি থেকে মাত্র ৫৫ মাইল দূরে অবস্থিত।