রাজধানীর বনানীতে ‘অদ্ভুত নাম্বারপ্লেটের’ গাড়ি আটক

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীর বনানী থেকে শুল্ক গোয়েন্দারা একটি বিএমডব্লিউ গাড়ী আটক করেছেন। এটির নাম্বারপ্লেটে রয়েছে ব্রিটিশ নম্বর। রাজধানীর একজন ব্যবসায়ী বিএমডব্লিউ এক্স ফাইভ সিরিজের এই গাড়িটি ব্যবহার করছিলেন। বনানীর একটি বাড়ির বেসমেন্টে থেকে গাড়িটি আটক করা হয়। আটকের সময় গাড়ীটি কাপড় দিয়ে ঢাকা ছিল।

BMW

গাড়িটি ‘অদ্ভুত নাম্বারপ্লেট’ ব্যাবহার করে চলছে, এমন একটি অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে গাড়িটি আটক করেন। গাড়ীটির সম্মুখভাগের নাম্বারপ্লেটে দেখা যাচ্ছে প্রথমে ইংরেজিতে লেখা ঢাকা এবং এর পর ইংরেজিতে লেখা ওয়াইএফ-০৫ পিভিটি। আর বাংলাদেশে যানবাহনের নাম্বারপ্লেট ইংরেজিতে লেখা নিষিদ্ধ ও যানবাহনের নম্বরের ক্ষেত্রে বাংলা বর্ণমালা ব্যবহার করা হয়। শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ড. মঈনুল খান এটি একটি ব্রিটিশ নম্বর বলে জানিয়েছেন।

BMW1

অপরদিকে ব্রিটেনের কোন যানবাহনে বাংলাদেশের কোন শহরের নাম ব্যবহার করার নজিরও পাওয়া যায়না। শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশে আনা হয়েছিল। এতদিন এটি ব্রিটিশ নম্বর ব্যবহার করেই চালাচ্ছিলেন মোহাম্মদ মুহসিন আলম। গাড়িটি আমদানি করার সময় তিনি উল্লেখ করেছিলেন যে তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বসবাস করেন। ড. খান আরো জানাচ্ছেন, আটককৃত গাড়িটির আনুমানিক মূল্য শুল্ক-সহ সাড়ে তিন কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *