নাইজেরিয়ায় ভুলকরে শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৫০

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাইজেরিয়া ও ক্যামেরুনের সীমান্তবর্তী অঞ্চলে যেখানে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সাথে নাইজেরিয়ার সেনাবাহিনীর লড়াই চলছে।বহু মানুষ বোকো হারামের হামলার ভয়ে পালিয়ে দেশটির বোর্নো প্রদেশের উত্তরপূর্বের শহর র‍্যন-এ ঐ শিবিরে আশ্রয় নিয়েছিলেন।

Najeria2

ঐ এলাকায় জঙ্গিরা জড়ো হচ্ছে এমন ভুল তথ্য ছিল সরকারের কাছে। আর সেখানে বিমান বাহিনীকে আক্রমন করার আদেশ দেয় সরকার। সেনাবাহিনীর মুখপাত্র লাকি ইরাবো বলেছেন বোর্নো’র কোনো এক জায়গায় বোকো হারাম জঙ্গিরা জড়ো হচ্ছে বলে সকালে তার কাছে তথ্য আসে। তিনি বিমান বাহিনীকে সমস্যা সমাধানের নির্দেশ দিলে তারা বিমান আক্রমণ চালায়। দুর্ভাগ্যবশত ভুল যায়গায় বিমান হামলা চালানো হয় বলে পরে জানানো হয়।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হতাহতের এই ঘটনায় শোক প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন । বিপুল সংখ্যক হতাহতের বিষয় নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ। সহায়তা বাড়ানোর জন্য তারা পার্শ্ববর্তী দেশে তাদের অন্যান্য দলকে প্রস্তুত রেখেছে। সংস্থাটির মুখপাত্র আলেক্সান্দর মাতিযেভিক অন্তত ছয়জন রেডক্রস কর্মী নিহতের খবর জানিয়েছে।

Nijeria

তিনি বলেন, নিহত ছয়জন রেডক্রস সদস্য এবং আহত আরো ১৩ জন স্থানীয় স্বেচ্ছাসেবক র‍্যন শহরে আজ সকালেই এসেছিলেন অন্তত ২৫ হাজার উদ্বাস্তুর খাবারের সংস্থান করতে। আর এই খাবার অন্তত পাঁচ সপ্তাহের জন্যে তাদের প্রয়োজন মেটাত। তিনি আরো জানিয়েছেন এই মুহুর্তে অন্যান্য ত্রাণ সংস্থার সহায়তায় জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

ওদিকে নাইজেরিয়ার সেনাবাহিনী দুঃখ প্রকাশ করেছে। সেনাবিহিনী বলছে ভুল বশত হামলায় বেসামরিক জনগণের এতটা ক্ষতি এর আগে কখনো হয়নি। সেখানকার প্রশাসন বোর্নো প্রদেশে সবধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে সরকারের মুখপাত্র জানিয়েছে। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *