তুরস্কের নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আটক
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয় ইস্তানবুলের নাইটক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আর এ সন্দেহভাজন ব্যক্তি ৩৪ বছর বয়সের আবদুলকাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক।
উল্লেখয় এ বছরের ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নাইটক্লাবের ঐ হামলায় ৩৯জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছিল। ঐ হামলার দায় নিয়েছিল ইসলামিক স্টেট। ইস্তানবুলের বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানান ঐ ব্যক্তির যে ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় ধুসর রঙের টি শার্ট পরা একটি লোকের প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ এবং একজন তার গলা সামনের দিক থেকে ধরে আছে।
এই ব্যক্তির ধরা পড়ার ঘটনা তুরস্ক সরকারের জন্য একটা বড় স্বস্তির বিষয় বলে তুরস্কের সংবাদ মাধ্যম জানাচ্ছে। কিন্তু দেশটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা তুরস্কের জন্য বড় চ্যালেঞ্জ। পুলিশ বলছে ঐ সন্দেহভাজন ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সাথে পায় তারা। আবদুলকাদির নামে ঐ ব্যক্তি সেসময় কিরগিজ এক বন্ধুর বাড়িতে ছিল। পুলিশ তিনজন নারীসহ তার ঐ কিরগিজ বন্ধুকেও আটক করেছে। খবরঃবিবিসি