ঘের থেকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদকের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সাতক্ষীরায় পুলিশ হাসিবুল হাসান ইমন(২৫) নামের একজনের লাশ ঘের থকে উদ্ধার করেছে। তিনি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এই ঘটনায় জরিত থাকার সন্দেহে বখতিয়ার রহমান বিপ্লব ও মোস্তাফিজুর রহমান মুরাদ নামে দুইজনকে আটক করেছে। এরা দুজনই ইমনের বন্ধু। খুলনা আজম খান কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল ইমন। সে শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে।

স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান। বিভিন্ন স্থানে ফোন করে তাকে সনাক্ত করা সম্ভব হয়েছে তার কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।