আগা খানের বাড়িতে অবকাশ যাপন করে তদন্তের মুখে কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

কানাডার ফেডারেল এথিকস কমিশনার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে তদন্ত শুরু করতে যাচ্ছে।

এ বছরের শুরুতে অবকাশ যাপনের জন্য ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাহামা দ্বিপপুঞ্জের বাড়িতে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিবার। জাস্টিন ট্রুডো অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া কোন স্বার্থের সংঘাত তৈরি করে কিনা তা এখন তদন্ত করে দেখবেন কানাডার ফেডারেল এথিকস কমিশনার।

Prime Minister Justin Trudeau speaks during a town hall meeting at Alumni Hall, Western University on Friday, Jan. 13, 2017, in London, Ontario. THE CANADIAN PRESS/Dave Chidley

মি: ট্রুডো অবশ্য যে কোন প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন বলে জানিয়েছেন। গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোন নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করবেন। মি: ট্রুডো স্বীকার করেছেন যে তিনি আগা খানের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যাবহার করেছেন। কানাডার ট্রুডো পরিবারের সাথে আগা খান পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

কানাডায় লবিস্ট বা তদবীরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত আগা খান ফাউন্ডেশন। আগা খান ফাউন্ডেশন গত কয়েক দশকে কানাডার লিবারেল এবং কনজারভেটিভ রাজনৈতিক দলের কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত-শত কোটি ডলার গ্রহণ করেছেন। কানাডার আইন অনুযায়ী সে দেশের কোন মন্ত্রী কারও কাছ থেকে কোন উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ গ্রহণ করতে পারবেন না। অতীতে কানাডার কোন প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য দায়ী করা হয়নি। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *