রায়পুরা থানার নিলক্ষার চরে পুলিশের গুলিতে একজন নিহত
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বিবধমান দুটি গোষ্টির মধ্য দাঙ্গার কারনে রায়পুরা থানার নিলক্ষার চরে গতকিছুদিন যাবত সেখানে ১৪৪ ধারা জারি ছিল। এরই মাঝে সেখানে এক ফকিরের চল্লিশা উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। এ খবর পেয়ে সেখানে পুলিশ বাধা দিলে পুলিশ ও ফকিরভক্ত জনতার মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ অবস্থায় পুলিশের গুলিতে জালাল নামে একজন নিহত হয়। এছাড়া পুলিশসহ আরো ১৫/২০ জন আহত হয়। ফকিরভক্ত আহতরা অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন।
আহত একজন পুলিশের এসআই টেটাবিদ্ধ হয়েছেন। তিনি সদর হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। আহত অন্যপুলিশরা হলেন-নায়েক কাজী সাজাহান, কনস্টেবল এসএম মালেক, রাসেল মিয়া ও রাহিম। গতকাল রবিবার বিকাল ৪টায় রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের দড়িকান্দি দক্ষিন পাড়ায় হাদীর বাড়ীতে এ ঘটনা ঘটে।