কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ করার মামলায় রসরাজের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ফেসবুকে কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা রসরাজ দাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। গত বছর ৩০শে অক্টোবর গ্রেপতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।

B-Baria-4

জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে আজ সোমবার রসরাজের উপস্থিতিতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে বিজ্ঞ আদালত। শুনানীতে আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসির মিয়া। অপরদিকে পিপি এডভোকেট এসএম ইউসুফ ছিলেন সরকার পক্ষের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *