আলোচিত সাত খুন মামলার রায়ে নুর হোসেনসহ ২৬ জনের ফাসির আদেশ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২৬জনের ফাঁসি ও ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে ঐতিহাসিক এ রায় ঘোষণা করা হয়।
কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় গ্রেফতারকৃত ২৩ অাসামিকে দুই ভাগে সকাল ৯টা ৮ মিনিট ও ৯টা ৪০ মিনিটে আদালতে নিয়ে আসা হয়। সব আসামীই ডাণ্ডাবেড়ি পরিহিত অবস্থায় ছিল। মামলায় ৩৫ জন আসামীর মধ্যে প্রধান আসামী নুর হোসেন ও র্যাবের তিন কর্মকর্তাসহ মোট ২৬ জনের ফাসির রায় দেওয়া হয়। বাকী ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। চাঞ্চল্যকর এ মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করে এ মামলার কুশলীসহ সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।
উল্লেখয় ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। অপহরনের ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের লাশ পাওয়া যায়। তার পর দিন প্রায় তার কাছাকাছি স্থান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।