৯ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ একদিন পিছিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বুধবার ৮ই ফেব্রুয়ারী টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু তারা মনে করছেন বৃহস্পতিবার ম্যাচটি শুরু হলে বেশি দর্শক হবে। আর সে জন্যই টেস্ট ম্যাচটি একদিন পিছিয়েছে।
২৬ জানুয়ারি নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে। মুশফিক-তামিমরা ৩রা ফেব্রুয়ারি থেকে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সেখানে।