নিউজিল্যান্ড টেস্টের চতুর্থদিনে বাংলাদেশ এলোমেলো হয়ে যায়

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

নিউজিল্যান্ড টেস্টের চতুর্থদিনে এসে বাংলাদেশের খেলোয়াররা অগোছালো এলোমেলো ক্রিকেট খেলতে থাকে। ফলে তার মাশুলও দিতে হয়েছে। এদিন বোলাররা বেশ দাপটের সাথেই নিউজিল্যান্ডকে মোকাবেলা করে। যার ফলস্রুতিতে ৫৩৯ রানে অল আউট হয়ে যায় নিজিল্যান্ড। এমতাবস্থায় বাংলাদেশ ৫৬ রানের লিড পায়।

Imrul Kayesh

২য় ইনিংসে খেলতে নেমে দলীয় ৪৬ রানের মাথায় ব্যাক্তিগত ২৪ রান করে ইমরুল কায়েস আঘাত পেয়ে রিটার্ড হয়ে মাঠের বাইরে চলে যান। তার ইনজুরী বেশ গুরুতর। তারপর তামিম ইকবাল সেটনারের বলে বোল্ড হয়ে ব্যাক্তিগত ২৫ রান করে দলীয় ৫০ রানের মাথায় ফিরে যান। তারপর বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের উইকেটও হারায়। শেষপর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে বাংলাদেশের রান ৬৬/৩। ফলে বাংলাদেশ ১২২ রানের লিড নিয়ে চতুর্থদিনের খেলা শেষ করে মাঠ ছাড়ে।

এদিকে প্রথম ইনিংসে খেলার সময় ইনজুরীতে পড়েন উইকেট কিপার মুশফিকুর রহিম। ফলে আজ আর তিনি খেলতে পারেননি। তার পরিবর্তে কিপিং করছিলেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস ইনজুরিতে পড়ার কারনে ২য় ইনিংসে কিপিং নিয়ে জটিলতা দেখা দিল। তবে ইমরুল কায়েস কিপার হিসাবে বেশ ভাল করেছেন। কিপার হিসাবে তিনি পাচ পাচটি ক্যাচ ধরেন এক ইনিংসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *