আখেরী মোনাজাতের মধ্যে দিয়া শেষ হয়েছে বিশ্ব এস্তেমার প্রথম পর্ব

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
শেষ হয়েছে বিশ্ব তাবলীগ জামাতের বিশ্ব এস্তেমার প্রথম পর্বের। সকাল ১১টায় শুরু হয়ে ১১টা পয়ত্রিশ মিনিটে মোনাজাত শেষ হয়। লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসলমান তুরাগ পারের এই বিশ্ব এস্তেমার মোনাজাতে অংশ গ্রহন করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সাদ।

মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্বমুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহতালার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন আগত মুসল্লীরা।

এ সময় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মোনাজাত চলাকালীন সময়েও চতুরদিক থেকে এস্তেমা মাঠের দিকে লক্ষ লক্ষ মানুষ আসতে থাকে।
প্রথম পর্বের এই বিশ্ব এস্তেমার শুরু হয় ১৩ই জানুয়ারী।