৩য় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫(ডিক্লার্ড), নিউজিল্যান্ড ২৯২/৩(৭৭ ওভার)
স্পোর্টস ডেস্কঃবিড খবর ৩৬৫ ডটকম
২য় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রানের সংগ্রহ ছিল বাংলাদেশের।আজ ৩য় দিনে এসে আরো একটি উইকেট হারিয়ে আরো ৫১ রান যোগ করে। সাব্বির রহমান ৮৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে বালাদেশ ৮ উইকেট হারিয়ে ৫৯৫ রান করে ডিক্লিয়ার্ড করে।
৩য় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৭৭ ওভারে স্বাগতিকরা ২৯২ রান সংগ্রহ করে। ৩৯ বলে ২৭ রান করে আউট হন জে এ রাবেল। উইলিয়ামসন ৫৫ বলে ৫৩ আর টেলর ৫১ বলে ৪০ করে আউট হন। উল্লেখ্য নিজিল্যান্ডের তিন ব্যাটম্যানই ক্যাচ আউট হন। এ অবস্থায় ৩য় দিনের খেলা শেষ হয়।