রাজীব গান্ধী নব্য জেএমবির উত্তর অঞ্চলের শাখা নিয়ন্ত্রণ করতেন

নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী (৩০) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে। সে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী। এর মধ্যে রাজীব গান্ধী নব্য জেএমবির উত্তরাঞ্চলের শাখা নিয়ন্ত্রণ করতেন।

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান। ইতিমধ্যে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে হলি আর্টিজানে হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ও অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজানসহ ৩৩জন নিহত হন। জংগী হামলার সাথে জরিত অনেকেই এখনো ধরা ছোঁয়ার বাইরে আছেন। এতদিন রাজীব গান্ধী টাঙ্গাইলে আত্মগোপন করেছিলেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজান হামলার কথা স্বীকার করেছেন বলে জানা যায়।