কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে ৬ জন নিহত,আহত ২২ জন
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত ও কমপক্ষে ২২ জন আহত হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে শনিবার ভোর পাঁচটায় এ হতাহতের ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আরেকজনের মৃত্যু হয়।
দূ্র্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় মিলেনি।