ইরাকের সরকারী বাহিনীর দখলে মসুল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় মসুল শহরটিকে ইসলামিক স্টেটের হাত থেকে পুনর্দখল করার লড়াইয়ে শহরটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ দখল করেছে তারা।

আইএস এই ক্যাম্পাসটি তাদের একটি প্রধান ঘাটি হিসেবে ব্যবহার করে আসছিল। কৌশলগতভাবে সরকারী বাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে মনে করা হচ্ছে। সরকারি বাহিনী একদিন আগে এটি মুক্ত করার লড়াই শুরু করে। উল্লেখ্য ২০১৪ সালে ইসলামিক স্টেট মসুল শহরটি দখল করে নেয়।

Iraki Soldier

দখলের পরে মসুল শহরের কর দিতে সক্ষম জনগোষ্ঠী এবং নিকটবর্তী তেলক্ষেত্রগুলোর কারণে  আইএস সবচেয়ে ধনী জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়। তবে এখন ইরাকের সরকারি বাহিনী মসুল পুনর্দখলের অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। ইরাকের সরকারি টিভি একজন জেনারেলকে উদ্ধৃত করে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরোপুরি মুক্ত করেছে।

সরকারি বাহিনী এখানে অস্ত্র বানানোর রাসায়নিক পদার্থ পেয়েছে বলে জানিয়েছে। মসুল শহরের পূর্ব অংশ সরকারি বাহিনী আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published.