সাকিব আল হাসানের ২১৭ আর মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে ২য় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫৪২ রান

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

২য় দিন শেষে ৭ উইকেটে বাংলাদেশ ৫৪২ রান সংগ্রহ করতে পেরেছে। সাকিব আল হাসানের ২১৭ রান আর মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে টাইগাররা এ রান করে।

Mushfikur

সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম জুটি করেন ৩৫৯ রান। ক্রিকেটে বাংলাদেশের জন্য এটি সেরা জুটি। আর ওয়েলিংটনে ৪৪ বছর আগে করা সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ভংগ হল। এ মাঠে টাইগারদের করা ৩৫৯ রানের জুটিই এখন নতুন সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। ২য় দিনটি টাইগাররা বেশ ভাল ভাবেই ব্যবহার করেছেন।

Shakib

আশা করা যাচ্ছে ৩য় দিনে টাইগারদের রান ৬০০ এর কাছাকাছি যাবে। সাকিব আল হাসানের ২১৭ রানই এখন এক ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান। বিশ্ব ক্রিকেটে এক ইনিংসে ২১৭ রান করার সুবাদে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান এখন ৯ম স্থানে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *