জাপানের অদূরে উত্তর কোরীয় জাহাজ ডুবি: ২৬ জন উদ্ধার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

জাপানের কোস্ট গার্ড তাদের উপকুলের কাছাকাছি পূর্ব চীন সাগর থেকে উত্তর কোরিয়ার ২৬ নাগরিককে উদ্ধার করেছে। উত্তর কোরিয়ার মালবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয়। ভোররাতে জাহাজের সকল ক্রুকে পানি থেকে উদ্ধার করে জাপানের কোস্টাগার্ডের টহলকারী নৌযানগুলো।
Sinking sheap
বুধবার ৬ হাজার ৫শ’ ৫৮ টনের মালবাহী উত্তর কোরিয়ার একটি জাহাজ চোং জেন থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয়। নাগাসাকির ফুকুই দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাহাজটি ডুবতে থাকে। পরে ভোরের আগে এটি দ্বীপ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ডুবে যায়। উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় নাম্পো বন্দর থেকে জাহাজটি চাল নিয়ে পূর্ব উপকূলীয় উন সান শহরে যাচ্ছিল। সকল ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *