বাবর ৩–এর সফল উৎক্ষেপণ পাকিস্তানের

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তান ‌পরমাণু অস্ত্রবহণে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর ৩–এর সফল পরীক্ষা করল। ইসলামাবাদ এই প্রথম এই ধরনের পরীক্ষা চালাল।

পাকিস্তানী সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ সাবমেরিন থেকে ৪৫০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারবে বলে দাবি করেছে। ভারত মহাসাগরের তলদেশে কোনও অজ্ঞাত জায়গায় সোমবার এই পরীক্ষা চালানো হয়। এর ফলে পাকিস্তানি নৌবাহিনী আরও শক্তিশালী হল। পাকিস্তান ডিসেম্বরে বাবর ২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল। বাবর ৩ আরও বিধ্বংসী।

babor-3

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এসএলসিএম প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র জলের নীচে থেকেই পরিচালনা করা যাবে। আঘাত হানতে পারবে নির্দিষ্ট লক্ষ্যে। দিক ঠিক রাখার জন্য এতে থাকছে গ্লোবাল নেভিগেশন, টেরেন এবং ম্যাচিং সিস্টেম প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে সমুদ্রের মধ্যে লুকিয়ে স্থলের কাছে গিয়েও আঘাত করতে পারবে বাবর ৩।

বাবর ৩–এর সফল উৎক্ষেপণের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, বাবর ৩–এর সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বনির্ভর করল। খবরঃ আজকাল  ‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *