গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আপনাদের-বিদায়ী ভাষণে ওবামা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেয়া শেষ ভাষণে মার্কিন জনগণকে গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন গনতন্ত্র রক্ষা করার দায়িত্ব এখন আপনাদের।

প্রায় সব বিবেচনাতেই আট বছর আগের তুলনায় আমেরিকা এখন ভাল ও শক্তিশালী দেশ। শিকাগোতে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

২০০৮ সালে আশা এবং পরিবর্তনের বার্তা দিয়ে ৫৫ বছর বয়স্ক বারাক ওবামা আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন তিনি তার উত্তরসূরি বারাক ওবামার কিছু নীতিতে পরিবর্তন আনবেন। ডুনাল্ড ট্রাম্প আগামী ২০শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

ভাষণে প্রেসিডেন্ট ওবামা তার শাসনামলের সাফল্যের খতিয়ান তুলে ধরেন, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইরানের সাথে পরমাণু চুক্তি কিউবার সাথে সম্পর্ক পুনরুদ্ধার এবং সমকামী বিয়েকে বৈধতা প্রদান।

barak-obama

আমেরিকার প্রেসিডেন্টদের দীর্ঘ ঐতিহ্যের অংশ হচ্ছে বিদায়ী ভাষণ দেয়া। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং বিল ক্লিনটন তাদের শেষ ভাষণ হোয়াইট হাউজে বসেই দিয়েছিলেন। অপরদিকে প্রেসিডেন্ট ওবামা দিলেন শিকাগো গিয়ে। এই ভাষণ দেয়ার জন্য শিকাগোকে বেছে নেয়ার কারণ হিসেবে ওবামা বলেন, তিনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই শেষ করতে চেয়েছেন।

বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে ৪৪৫তম বারের মত এয়ারফোর্স ওয়ান নামক বিমানটিতে করে শিকাগোতে যান। স্ত্রী ও কন্যারাও তার সাথে ছিলেন। সস্ত্রীক উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বারাক ওবামা ভাষণের শেষ ভাগে স্ত্রী, কন্যা ও ভাইস প্রেসিডেন্ট বাইডেন-সহ তার প্রশাসনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। বিশ হাজার দর্শক সরাসরি সামনে বসে এই ভাষণ শুনেন। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *