পাঠ্যপুস্তকে ত্রুটি, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ভুলের কথা স্বীকার করে বলেছেন, পাঠ্যপুস্তকে ভুলের জন্য যারা দায়ী তাদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এরই মধ্যে দুইজনকে ওএসডি করা হয়েছে বলেও নুরুল ইসলাম নাহিদ বলেন। দোষী প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।