তেহরানে রাফসানজানির জানাজায় ২৫ লাখ মানুষের ঢল

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

২০০৯ সালের ‘গ্রীন মুভমেন্টের’ পর তেহরানের রাস্তায় এত মানুষের ঢল আর দেখা যায়নি। প্রায় পঁচিশ লাখ মানুষ সেখানে সমবেত হয়েছিল প্রয়াত নেতা আকবর হাশেমি রাফসানজানিকে শেষ বিদায় জানাতে।

জানাজায় যোগ দিতে আসা মানুষদের মধ্যে কট্টরপন্থী এবং মধ্যপন্থী উভয় ধরণের লোকজনই ছিলেন। এরা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির ডাকে সাড়া দিয়ে সংস্কারবাদী আন্দোলনের প্রতি তাদের সমর্থনের প্রকাশ ঘটাতে জানাজায় যোগ দেন।

rafsanjani

জানাজায় যোগ দিতে আসা অনেকে বিরোধী দলের সমর্থনে শ্লোাগান দিচ্ছিলেন। অনেকে আবার ফেস্টুন বহন করছিলেন। ইরানের সোশ্যাল মিডিয়ায় রাফসানজানির জানাজাই ছিল মূল আলোচনার বিষয়।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি জানাজায় নেতৃত্ব দেন। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতোল্লাহ খোমেনির কবরের পাশে তাকে দাফন করা হয়। ইরানের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন আকবর হাশেমি রাফসানজানি। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *