গত সপ্তাহে বাংলাদেশে ২২ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে: জাতিসংঘ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
গত সপ্তাহে মিয়ানমারে চলমান সহিংসতার মধ্যে বালাদেশের সীমান্ত পেরিয়ে প্রায় ২২ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জাতিসংঘের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে সহিংসতা শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। সোমবার এ তথ্য জানানো হয়। এদিকে সেনাবাহিনী রাখাইন রাজ্যের উত্তর প্রান্তে কঠোর নিরাপত্তা চালু রেখেছে।
মিয়ানমার সেনাদের নির্যাতনের শিকার এসব রোহিঙ্গার সংখ্যা দেখে মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট ভাবেই বলছেন, এটা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়কদূত ইয়ংঘি লি সহিংস অবস্থা পর্যবেক্ষণের জন্য ১২ দিনের সফরে মিয়ানমারে আছেন।
এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। অন্যদিকে তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ছেন। জাতিসংঘ দাবি করছে গত সপ্তাহে বাংলাদেশে ২২ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার মতে, ৬৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজার এলাকায়। মিয়ানমার সেনাবহিনীর হাতে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের করুণ চিত্র তুলে ধরেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা।