মেহেরপুরে নির্মাণের কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়লো স্কুল ভবনের সিঁড়ি
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ভবন নির্মাণের কয়েকদিনের মধ্যে সিড়ি ভেঙে পড়ার পর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এই ভবন নির্মাণে ইট-বালুর সাথে কোনও সিমেন্টের ব্যবহার হয়নি বলেও এলাকাবাসী অনেকে অভিযোগ করছে। ঠিকাদারি কাজে কোনও অনিয়ম হয়নি, মিস্ত্রিদের গাফিলতির কারণে এমনটা হয়েছে বলে ঠিকাদারদের পক্ষ থেকে দাবী করা হচ্ছে। অন্যদিকে ভবন নির্মাণে অনিয়ম ও ঠিকাদারদের গাফিলতির কথা স্বীকার করেছেন সেখানকার ইঞ্জিনিয়ার মাহবুবুল হক।
শনিবার মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি ভেঙে পড়লে এক নির্মাণ শ্রমিক আহত হন। নবীনপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস করেন নির্মাণাধীন ভবনের পাশেই আরেকটি পুরনো ভবনে। গতকাল শনিবার যখন সিড়িটি ভেঙে পড়ে তখনও শিক্ষার্থীরা ক্লাস করছিল। খবরঃবিবিসি বাংলা