জেরুসালেমে ইসরায়েলি সৈন্যদের ওপর ট্রাক-হামলা, নিহত ৪

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

অন্তত চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছে জেরুসালেমে এক দল সৈন্যের ওপর একটি ট্রাক উঠিয়ে দেবার ঘটনায়। হাসপাতাল সূত্রে জানা যায় নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০-এর মধ্য।

পুলিশ ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই সন্দেহ করছে। আক্রান্ত সেনাদলের কয়েকজন সদস্যই ট্রাকটির চালককে গুলি করে হত্যা করে। সে জেরুসালেমেরই একটি আরব এলাকার বাসিন্দা ছিল বলে বলা হচ্ছে। তবে তার বিস্তারিত নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। চলন্ত ট্রাক দিয়ে আক্রমণটি চালানো হয় জেরুসালেমের পুরোনো শহরের কাছে রাস্তায় একদল ইসরায়েলি সৈন্য একটি বাস থেকে নামার সময় । রাস্তার ওপর অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে বলে রেডিওর খবরে বলা হয়।

jerujalem1

এটি ট্রাক দিয়ে চালানো একটি সন্ত্রাসী হামলা বলে পুলিশের এক মুখপাত্র স্থানীয় রেডিও স্টেশনকে জানান। ফিলিস্তিনি হামাস গোষ্ঠী এ আক্রমণকে একটি ‘বীরোচিত কাজ’ বলে প্রশংসা করেছে। এ ঘটনার পর একজন হামাস মুখপাত্র ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে তীব্র করারও আহ্বান জানান। খবরঃবিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *