গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচজন নিহত, বগি লাইনচ্যুত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার গোয়ালবাথান গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুতের স্ত্রী তাহমিন আক্তার (৩৮), তার ছেলে তালহা (১২), একই এলাকার বিদ্যুতের চাচাত ভাই রিপন এবং তার স্ত্রী লাকী আক্তার ও তার শিশু মেয়ে নূরজাহান (০৬) এবং প্রাইভেটকারের চালক মিনহাজউদ্দিন।
স্থানীয়ভাবে জানা যায় রবিবার সকাল নয়টায় কালিয়াকৈর থেকে প্রাইভেটকারে করে একই পরিবারের পাঁচ সদস্য প্বার্শবর্তী খ্রিষ্টান মিশন স্কুল যাচ্ছিল। উপজেলার গোয়ালভাথান রেলক্রসিংয়ে পৌঁছালে প্রাইভেটকারটিকে ঢাকা থেকে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ভিতরে থাকা পাঁচজন নিহত হন।
ট্রেনটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে গিয়ে সোনাখালী ব্রিজের সামনে লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন বিচ্ছিন্ন হয়ে পরে।