আল্লাহ, যদি পুরুষের কাছ থেকে রেহাই পেতাম

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে সৌদি আরবে মেয়েরা পুরুষদের দ্বারা যে কতটা নিপীড়নের মধ্যে আছে তা নিয়ে এক পপ গানের ভিডিও। ইউটিউবে ভিডিওটি দেখেছেন লক্ষ লক্ষ মানুষ।

গানটির নাম হচ্ছে ‘হওয়াজেস’ যার অর্থ অনেকটা ‘উদ্বেগে’র কাছাকাছি। এই ভিডিও গানটিতে দেখা যাচ্ছে, বোরকা পরা সৌদি মেয়েরা গান গাইতে গাইতে নাচছে, বাস্কেট বল খেলছে, স্কেটবোর্ডে ঘুরছে। এই গানের একটি কলি হচ্ছে, ‘আল্লাহ যদি পুরুষদের কাছ থেকে আমাদের রেহাই দিতো।’

saudi

এইট আইইএস নামের একটি মিডিয়া প্রোডাকশান কোম্পানি এই ভিডিওটি ছেড়েছে। গত ডিসেম্বরে এটি ইউটিউবে আপলোড করার পর তিরিশ লাখের বেশিবার এটি দেখা হয়েছে। এই ভিডিওটিতে সৌদি আরবে পুরুষদের কর্তৃত্বপরায়ণ শাসনের মধ্যে মেয়েরা যে কতটা হাঁপিয়ে উঠেছে সেটাই তুলে ধরা হয়েছে।

saudi1

সৌদি আরবে মেয়েরা কী করতে পারবে এবং পারবে না, তার সব কিছু নির্ধারিত হয় রাষ্ট্র এবং পরিবারের আরোপ করা কঠোর ইসলামী অনুশাসনের মাধ্যমে। মেয়েরা বিদেশ ভ্রমণে যেতে পারবে কিনা, উচ্চ শিক্ষা নিতে পারবে কিনা, এরকম সব কিছুতে তাদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। সেখানে মেয়েদের কোন পুরুষ সঙ্গী ছাড়া বাইরে যাওয়া নিষেধ, এমনকি মেয়েদের গাড়ি চালানো নিষেধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *