অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
‘আমাদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা এই সেনাবাহিনী যে কোন অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পূর্বের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।’
সাঁজোয়া, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর নতুন প্রবর্তিত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। শনিবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন শেখ হাসিনা।
sheikh-hasina
বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠিত হয় ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায়। মহড়াটি পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আশরাফ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক।
অন্যান্যদের মধ্য মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, জিওসি ১১ এবং ৩৩ পদাতিক ডিভিশনের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, নন কমিশন্ড অফিসার ও সৈনিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃবাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *