ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগকে সুনামের ধারায় থাকার শপথ নিতে হবে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ছাত্রলীগকে সুনামের ধারায় থাকার শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তুলতে হবে।
chatra-league
বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপারাজেয় বাংলার সামনে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের পরিচয় আচার-আচরণ, মেধা ও যোগ্যতা দিয়ে। অনুপ্রবেশকারী পরগাছাদের ছাত্রলীগে চাই না। তারাই ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। তাদের চিহ্নিত করতে হবে। কমিটি গঠন করার সময় তারা যেন পদ না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব পরগাছারাই বিভিন্ন বিতর্কমূলক কাজ করে। আর বদনাম হয় শেখ হাসিনা ও ছাত্রলীগের।’
obaidul-kader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতার কারনে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সংগঠনের কেউ যদি অপকর্ম করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে, তাদের পুলিশে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা করা চলবে না, এটা হতে দেয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *