গুলশান ডিএনসিসি মার্কেটে আগুন: নাশকতার অভিযোগ

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখার কথা বলেছেন। এজন্য তিনি ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও দোকান মালিক সমিতির পৃথক তদন্ত কমিটির কথাও বলেছেন।  মানবাধিকার কমিশন চেয়ারম্যান মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
 dncc
তদন্তে যদি পরিকল্পিত ঘটনার প্রমাণ পাওয়া যায় তবে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথাও তিনি বলেন। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মচারীদের সহযোগিতা করার জন্য সরকারের কাছে তিনি আবেদন করবেন।
উল্লেখ্য সোমবার দিবাগত রাত আড়াইটার সময় ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীও কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *