মিয়ানমার রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেবে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মিয়ানমারের সরকার প্রথমবারের মত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া একটি রোহিঙ্গা নির্যাতনের ভিডিওকে আমলে নিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা ভিডিওটি করেছিলেন।

ruhingya

এতদিন রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইন স্টেটে তাদের উপর নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল। ঐ ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে বলে মিয়ানমারের কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশের তোলা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

ruhighya

সরকারের দেয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে এই ঘটনা নভেম্বরে রাখাইন স্টেটে সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে। সে ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। রাখাইন স্টেটে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে বলে এতদিন পর্যন্ত মিয়ানমার সরকার বলে আসছিল।

rohingyas-boat1

এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার। এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় পর্যবেক্ষকের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *