বিমানের ককপিটে মদ্যপ অবস্থায় পাইলট গ্রেপ্তার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
কানাডায় একজন পাইলটকে মদ্যপ অবস্থায় বিমানের ককপিটে থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানটি আকাশে উড্ডয়নের কিছুক্ষণ আগে তাকে ধরা হয়। পরে অপর একজন পাইলট প্লেনটি চালিয়ে মেক্সিকো নিয়ে যান।
পাইলটের অদ্ভুত আচার আচরণে সন্দেহ করেন এয়ারলাইন কর্মীরা। এরপর সে অচেতন হয়ে পড়লে, কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। জানা যায় মিরোস্লাভ গ্রোনিচ নামের ওই ব্যক্তি শ্লোভাকিয়ার নাগরিক।
৩৭ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে গ্রেপ্তারের দুই ঘণ্টা পর বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। প্লেনটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিল। পুলিশের একজন মুখপাত্র পল স্টেসি বলেছেন খারাপ কিছু ঘটার সব রকম সম্ভাবনা ছিল। ঐ পাইলটকে এখন আর কোন ফ্লাইট পরিচালনা করতে দেয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।