ধর্মের ব্যবহার নিষিদ্ধ হলো ভারতের নির্বাচনে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভোট চাইবার সময় রাজনীতিকরা ধর্ম বা জাতপাতের ব্যবহার করতে পারবেন না বলে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আদালত তার রায়ে উল্লেখ করেন “নির্বাচনী প্রক্রিয়া একটি ধর্মনিরপেক্ষ তৎপরতা। এতে ধর্মের কোন ভূমিকা নেই,”।

রায়ে আরো বলা হয় নির্বাচনী আইনে ধর্ম বা বর্ন প্রথাকে ব্যবহার করে ভোট চাওয়া দুর্নীতি বলে বিবেচনা করা হবে। এই ঐতিহাসিক রায়টি এমন এক সময়ে দেয়া হলো যখন আর কয়েক সপ্তাহ পর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে। পাশাপাশি পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরের রাজ্য বিধান সভাতেও নির্বাচন আসছে।

election-camping

             (আদালত বলছে, নির্বাচনী প্রক্রিয়া একটি ধর্মনিরপেক্ষ তৎপরতা)

এই রায় প্রদান করেন প্রধান বিচারপতি টিএস ঠাকুরের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের সাতজন বিচারকের একটি বেঞ্চ। মহারাষ্ট্র রাজ্যে ১৯৯০ সালে দায়ের করা এক মামলার শুনানির সময় এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। সে দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটলো এই রায়ের মাধ্যমে।

 

Leave a Reply

Your email address will not be published.