বর্ষবরণের রাতে ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলায় নিহত ৩৯ জন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

তুরস্কের রাজধানী ইস্তানবুলের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। এটি নিশ্চিতভাবেই একটি সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ইস্তানবুলের অর্তাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় রাত দেড়টার দিকে।

istambul2

ইস্তানবুল শহররের গভর্নর জানিয়েছেন, সান্তা ক্লসের পোশাক পড়ে দুজন বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি করতে শুরু করে। খবরে জানা যায় আক্রমণের সময় ক্লাবে প্রায় সাতশো মানুষ ইংরেজি নববর্ষ উদযাপন করছিল। হামলার পর  ভয় আর আতঙ্কে অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে। হামলাকারিররা আরবী ভাষায় কথা বলছিলো বলে জানা যায়।

istambul istambul1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *