টাইগাররা হোয়াইটওয়াশ হয়ে রেটিং পয়েন্ট হারালো

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
চার রেটিং পয়েন্ট কমে গেছে বাংলাদেশে ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ায়। প্রায় ২৮ মাস পর আবারো হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৫ আর অবস্থান ছিল ৭ এ। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে এখন পয়েন্ট ৯১।

Bangladesh's Sabbir Rahman is hit by the ball in the chest during the 3rd one day international cricket match match between New Zealand and Bangladesh at Saxton Oval in Nelson on December 31, 2016. / AFP PHOTO / Marty Melville

 আইসিসি এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি। বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে তাহলে ৪ রেটিং পয়েন্ট হারাবে বলে ওয়ানডে সিরিজ শুরুর আগে এক ই-মেইলে আইসিসি জানায়। আর ৪ রেটিং পয়েন্ট কমে যাওয়ায় বাংলাদেশ পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে। পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯ এবং র‍্যাংকিং ৮। তারা বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে।
পাকিস্তান বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে। আর সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। র‍্যাংকিংএ ৯এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *