মঙ্গলে মিলল চামচ‌

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মঙ্গলগ্রহে ফের প্রাণের অস্তিত্বের ইঙ্গিত!‌ চলতি বছরে দু’‌বার মঙ্গলগ্রহ থেকে পাওয়া গেল চামচ। ফলে আবার প্রশ্ন উঠছে, তাহলে কী সত্যিই প্রাণ ছিল লালগ্রহে?‌ এর আগে মঙ্গলের একাধিক জায়গায়  নগরসভ্যতার ধ্বংসাবশেষের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর সে সময় দাবি করা হয়েছিল, মঙ্গলগ্রহের পারমাণবিক বিস্ফোরণের কারণেই নাকি প্রাণের অস্তিত্ব মুছে গেছে।

mongal-groh

সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই নতুন এই দাবিতে হইচই পড়ে গেছে। আবার একটি চামচ দেখা গেল নাসার মহাকাশযানের পাঠানো ভিডিও ফুটেজে। এছাড়া আগেও আংটি এবং দস্তানার মতো জিনিস দেখা গেছে। প্রথমবার চামচের ছবি যখন দেখা গিয়েছিল, অনেকেই মনে করেছিলেন প্রাকৃতিক খেয়ালে হয় তো মঙ্গলের মাটিতে চামচের মতো কোনও আকৃতি তৈরি হয়েছে। ফের একই গঠন এবং একই মাপের চামচের ভিডিও দেখা যাওয়ায় তাঁদের অবিশ্বাসের সুর অনেকটাই নরম হয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *