বাংলাদেশ-বার্মা সীমান্তে মিয়ানমারের ৪০ ফুট উঁচু দেয়াল তোলার প্রস্তাব

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আরাকান রাজ্যের আইনসভায় বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তে ইটের দেয়াল তৈরির একটি প্রস্তাব লিপিবদ্ধ হয়েছে।

গত সপ্তাহে এই প্রস্তাব তুলে ধরা হয় মিয়ানমারের একটি রাজনৈতিক দল ইউএসডিপি’র (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) পক্ষ থেকে। এরপর আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত করা হয়েছে চলতি সপ্তাহের সোমবার তর্ক-বিতর্ক শেষে। এ খবর প্রকাশ হয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যমে।

দি ইরাবতী সূত্রে জানা যায়,এই প্রস্তাব তুলে ধরেন ইউএসডিপি দলের একজন সংসদ সদস্য ইউ জো জো মিং। তিনি সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তোলার সুপারিশ করেন বাংলাদেশ থেকে বার্মাকে আলাদা করার জন্য। আর তার ঘনত্ব ৫ থেকে ১০ ফুট করার কথাও বলেন তিনি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এ ধরনের কোন খবর নেই বলে দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়।

barma-making-wall

খবরে বলা হয়, ইতোমধ্যে মিয়ানমারের কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে ১২৭ মাইল এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ  সম্পন্ন করেছে। রাজ্যে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্নেল তেইং লিন এ প্রস্তাব গ্রহণ করে বলেছেন, আমি প্রস্তাবে আপত্তি করছি না কারণ এরইমধ্যে সীমান্তে আমাদের কাজ চলছে। ফলে এটি রেকর্ড হিসেবে লিপিবদ্ধ করছি।

সম্প্রতি শত শত মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আরাকান রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশে এসে আশ্রয় নেয়া বহু রোহিঙ্গা মুসলিম বিয়ে করে বাংলাদেশেই বসবাস করছেন। অনানুষ্ঠানিক বিভিন্ন হিসেবে এই সংখ্যা পাঁচ লাখ বলা হলেও প্রকৃ্ত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারনা করা হয়। খবরঃবিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *