ভারতে দরিদ্র এক নারীর অ্যাকাউন্টে ১০০ কোটি ভুতুড়ে রুপি জমা হয়েছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ডিসেম্বরের ১৮ তারিখ একটি এটিএম মেশিন থেকে টাকা তুলতে গিয়ে আঁতকে ওঠেন ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের বাসিন্দা কারখানা শ্রমিক শীতল যাদব।

যার মজুরি মাসে পাঁচ হাজার রুপি , সেই নারী শ্রমিক দেখতে পান, প্রায় এক কোটি রুপি জমা পড়েছে তার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে। এত টাকা বিশ্বাস হচ্ছিলনা , ঐ নারী পাশের আরেক জনকে ঘটনাটি বলেন ও দেখান। ঔ ব্যক্তিও তাকে পড়ে শোনান যে অ্যাকাউন্টে ৯৯,৯৯,৯৯,৩৯৪ রুপি জমা আছে।

An employee poses with the bundles of Indian rupee notes inside a bank in Agartala, the capital of Tripura August 22, 2013. REUTERS/Jayanta Dey/Files

শীতল যাদব এটিমএম মেশিন হয়তো ঠিকঠাক কাজ করছে না ভেবে পাশের আরেকটি মেশিনে গিয়ে একই অংক দেখতে পান। পরপর দুইদিন তিনি ব্যাংকে গিয়ে তিনি অভিযোগ করার পরও ব্যাংক কর্মকর্তারা তাদের কথা পাত্তাই দেয়নি, তাদের কথা অগ্রাহ্য করেছে নানা অজুহাতে।

শেষ পর্যন্ত গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে বিষয়টি জানিয়ে ই-মেলে একটি অভিযোগ-পত্র পাঠিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর অফিস বা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য ভারতে পাঁচশ এবং হাজার রুপীর নোট বাতিলের পর কালো টাকার মালিকরা পরিচিত দরিদ্র মানুষদের ব্যাংক অ্যাকউন্টে বেনামীতে টাকা রাখছেন বলে বহু অভিযোগ পাওয়া যাচ্ছে। খবরঃবিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *