পাকিস্তানে বিষাক্ত মদ পান করে ২৪ জনের মৃত্যু হয়েছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বিষাক্ত মদ পান করে পাকিস্তানের মধ্যাঞ্চলে ২৪ জন মারা গেছে। এছাড়া আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার পাকিস্তান পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় এই ঘটনা ঘটে বলে জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী বিষাক্ত মদ পান করে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২২ জন খ্রিস্টান ও দুজন মুসলমান।

pakistan

এলাকার মোবারকবাদ বসতির সবাই বড়দিন পালনের সময় এই মদ পান করেছিল এবং এতে অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যায়। মদ কেনাবেচায় পাকিস্তানে কড়াকড়ি ব্যবস্থা রয়েছে। দেশটিতে মুসলমানদের জন্য মদ্যপান নিষিদ্ধ। মদ্যপানের ব্যাপারে কড়াকড়ি রয়েছে অন্যান্য সম্প্রদায় ও বিদেশিদের ক্ষেত্রে।

পাকিস্তানে নিম্নবিত্তের মানুষেরা মিথানল মেশানো কম দামের মদই বেশী পান করে থাকেন।যদিও পাকিস্তানের উচ্চবিত্ত মানুষেরা উচ্চমূল্যে বিদেশি ও ভালো মানের মদ পান করেন। উল্লেখ্য গত অক্টোবর মাসেও পাঞ্জাব প্রদেশে এক অনুষ্ঠান চলাকালে বিষাক্ত মদ পানে ১১জন খ্রিস্টান মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *