গোয়ায় বিমানের চাকা পিছলে বিপত্তি
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মঙ্গলবার সকালে দুবাই হয়ে গোয়ার ডাবোলিম বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৩৭৪ বিমানের। কিন্তু উড়ানের সময় আচমকা চাকা পিছলে যায়।
৭ বিমানকর্মীসহ ১৬১ জন যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। চোট পেয়েছেন কিছু যাত্রী । তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জেট এয়ারওয়েজের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানকর্মী ও সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা গেছে। কেউ কেউ চোট পেয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’
নৌ বাহিনী সূত্রে খবর, বিমানের সামনের দিকে খানিকটা হেলে যায় বিমানটি খালি করার সময় । যাত্রীরা তাতে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা এসে উদ্ধারকাজ চালায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, মঙ্গলবার কিছুক্ষণ বিমান সেবা বন্ধ রাখা হয়। দুর্ঘটনার সঠিক কারণ না জানা গেলেও, এক যাত্রীর মতে বিমানের ইঞ্জিনে আগুন লাগাতেই এই ঘটনা ঘটেছে। বেসামরিক বিমান পরিবহণ সংস্থার নজরদারিতে তদন্তে নেমেছেন বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থার কর্তৃপক্ষ।খবরঃআজকাল