ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারত দীর্ঘতম দূরত্বের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে। এই আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে যেকোনো লক্ষ্যে আঘাত হানতে পারবে। চীনসহ এশিয়ার যেকোনো গন্তব্য পড়ে এই দূরত্বের মধ্যে।

অগ্নি পাঁচের সফল পরীক্ষা ভারতের কৌশলগত এবং নিজেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার সক্ষমতা বাড়াবে বলে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এক টুইটার বার্তায় লিখেছেন। ওড়িশ্যার হুইলার দ্বীপপুঞ্জ থেকে সকালে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেন করা হয়।উল্লেখ্য এটিই ভারতে তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র।

agni-5

এই ক্ষেপনাস্ত্রের মাধ্যমে হামলা চালানো যাবে দেশটির যেকোন প্রান্ত থেকে। এই ক্ষেপনাস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয় চারবছর আগে। এরপর ২০১৩ এবং ২০১৫ তেও আরো দুইবার পরীক্ষা চালানো হয়। বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যপকহারে বাড়িয়েছে বিশ্বশক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দেবার জন্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *