ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রীর ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড়

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামি তার স্ত্রীর পোশাক নিয়ে ফেসবুক ও টুইটারে কিছু লোক বিরূপ মন্তব্য করার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সমালোচনা করেছেন।

ভারতীয় ফাস্ট বোলার শামি রোববার ফেসবুক ও টুইটারে তার স্ত্রীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন । এর সাথে তিনি লেখেন ‘সুন্দর কিছু মুহূর্ত’। এ ছবিটি দেখে কিছু ভজিটর তাদের মন্তব্যে শামিকে ‘ইসলাম অনুসরণ করার’ এবং ‘তার স্ত্রী যেন হিজাব এবং শালীন পোশাক পরেন তা নিশ্চিত করার’ পরামর্শ দেন।

mohammmed-sami-with-his-wife

জবাবে ক্ষুব্ধ শামি সোমবার টুইট করেন : “আমি জানি আমার পরিবারের জন্য আমাকে কি করতে বা না করতে হবে।” এ নিয়ে মন্তব্য করা শুরু হয় যুগল ছবিটি সামাজিক মাধ্যমে আসার পরই। মোহাম্মদ শামি যে তার স্ত্রীর ‘শরীর-দেখানো পোশাক পরা’ অনুমোদন করেছেন তাতে তার ‘লজ্জিত’ হওয়া উচিৎ বলেও কিছু লোক মন্তব্য করেন। এক সমালোচক লেখেন, “আপনার লজ্জা হওয়া উচিত। একজন মুসলিম হিসেবে আপনি অন্যদের কাছ থেকে শিখুন, আপনার স্ত্রীকে পর্দা করান”।

এই মন্তব্যকারীরা ‘নিজেরা কত ভালো তা জানতে নিজেদের দিকে তাকানোর’ পরামর্শ দেন শামি। শামিকে সমর্থন করে ভারতের অন্য একজন ক্রিকেটার মোহাম্মদ কাইফও ‘লজ্জাজনক এসব মন্তব্যের’ সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *