অত্যাধুনিক যুদ্ধবিমান তৈ্রী করল চীন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন করল চীন। অনেকে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ বিমানের সাথে পাল্লা দিয়ে জে ৩১ মডেলের এই বিমানের পরীক্ষা করা হল। এই বিমানের সফল পরীক্ষা করা হয়েছে শুক্রবার যদিও সোমবার সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
নতুন এই চালকবিহীন বিমানে রয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিন যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অজস্র অস্ত্রশস্ত্র। চীনের প্রতিরক্ষামন্ত্রনালয়ের তরফে জানানো হয়েছে, ‘বিমানের গঠন, ডানা এবং ইঞ্জিনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।’ চীনেরই একটি সংস্থা বিমানটি তৈরি করেছে । এই বিমান প্রয়োজনে বিদেশেও বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। যার দাম পড়বে ৪৭৪ কোটি টাকা।