দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করনে সরানো হচ্ছে অর্ধলক্ষাধিক বাসিন্দা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দক্ষিণ জার্মানির আউগসবুর্গ শহর থেকে অর্ধ-লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি বোমা নিষ্ক্রিয় করতে।

যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে আজ বড়দিন হলেও লোকজনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। জার্মানিতে এর আগে কোন শহর থেকে এতো লোকজনকে কখনোই সরিয়ে নেওয়া হয়নি দ্বিতীয় মহাযুদ্ধের পর অবিস্ফোরিত কোন বোমার কারণে।

germany-bomb

ধারণা করা হচ্ছে, ১৯৪৪ সালে বিমান হামলার সময় মিত্র বাহিনী জার্মানিতে এই বোমাটি ফেলেছিলো। ব্রিটিশ এই বোমাটি ১ দশমিক ৮ টন ওজনের। ওই বিমান হামলায় পুরো শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে ভবন নির্মাণের কাজ করার সময় এই বোমাটি পাওয়া গেছে বলে জানা যায়।

পুলিশ বলছে, তারা নিশ্চিত করে জানে না এই বোমাটি নিষ্ক্রিয় করতে কত সময় লাগতে পারে। বিবিসির ইউরোপ বিষয়ক সম্পাদক মাইক স্যান্ডার্স বলছেন, শহর কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায় না। আর তাই তারা সব লোকজনকেই সেখান থেকে সরিয়ে নিচ্ছে। বোমাটি থেকে দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত বাড়ি ঘর থেকে সবাইকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। খবরঃ বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *